ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ও দখলদার ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হল ঐতিহাসিক মার্চ ফর গাজা, তার আদলে ১৪ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় ইতিহাস সৃষ্টি করলো ফেনী জেলা।
দল মত নির্বিশেষে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে সকলে মিলিত হয়েছে ফেনীর মিজান ময়দানে।
ভোর থেকেই নানা ধরনের পোস্টার, পেস্টুন, আর ফিলিস্তিনের পতাকা হাতে, সকল শ্রেণি পেশার মানুষ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে মিজান ময়দানের দিকে ধাবিত হয়। ফেনী সদর উপজেলা ছাড়াও, দাগনভূঞা, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, এবং ছাগলনাইয়া থেকে হাজারো জনতা ফেনী মিজান ময়দানে মার্চ করে জড়ো হয়।
ব্যাপক উপস্থিতির কারনে, মিজান ময়দান চাপিয়ে আশ পাশের মিজান রোড়, ফেনী কলেজ রোড়, কোর্ট রোড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দেখে মনে হয় এ যেন ফিলিস্তিনের একটি স্বাধীন শহর।
বিধ্বস্ত গাজা বাসীর প্রতি সংহতি জানিয়ে ফেনীর এই বর্নার্ড আয়োজনে সকল দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
মার্চ ফর গাজাতে আসা সকলের একটাই দাবি দখলদার ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে হবে, অনতিবিলম্বে গাজা ছাড়তে হবে। ফিলিস্তিন কে স্বাধীন রাষ্টের স্বীকৃতি দিতে হবে, বিশ্ব মুসলিম কে এক কাতারে এসে দখলদার, শিশু হত্যাকারী, মানবতার শত্রু ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জাতিসংঘ সহ আমেরিকাকে এই অমানবিক হত্যার দায় নিতে হবে।
পরে ফিলিস্তিনের জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করে মার্চ ফর গাজার সমাপ্তি টানেন আয়োজকরা।