ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষ উপলক্ষ্যে ফেনীতে সপ্তাহব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে ফেনীতে সপ্তাহব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের পিটিআই মাঠে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। মেলায় হস্ত ও কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের ৪০টি স্টল অংশ নিয়েছে।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে সকালে ট্রাংক রোড থেকে জেলা বিএনপি আরেকটি আনন্দ শোভাযাত্রা বের করে। ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন। এর আগে প্রেসক্লাবের সামনে পান্তা-রুই এর আয়োজন করে বিএনপি।

বর্ষবরণ উপলক্ষে ফেনী সাংস্কৃতিক পরিষদ শহরে পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। নানা আয়োজনে ভোর থেকে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। জেলা সদর ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় নানা আয়োজনে বর্ষবরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

নববর্ষ উপলক্ষ্যে ফেনীতে সপ্তাহব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে ফেনীতে সপ্তাহব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের পিটিআই মাঠে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। মেলায় হস্ত ও কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের ৪০টি স্টল অংশ নিয়েছে।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে সকালে ট্রাংক রোড থেকে জেলা বিএনপি আরেকটি আনন্দ শোভাযাত্রা বের করে। ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন। এর আগে প্রেসক্লাবের সামনে পান্তা-রুই এর আয়োজন করে বিএনপি।

বর্ষবরণ উপলক্ষে ফেনী সাংস্কৃতিক পরিষদ শহরে পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। নানা আয়োজনে ভোর থেকে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। জেলা সদর ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় নানা আয়োজনে বর্ষবরণ করা হয়।