ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চুরির অপবাদে প্রকাশ্যে তিন নারীর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে ‘চাঁদপুর এলুমিনিয়াম স্টোর’র সামনে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

রাতের এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে আখাউড়া থানার ফেইসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ওসি ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আটক সুমন দাস আখাউড়া সড়ক বাজারের মেসার্স এস এম ইলেকট্রিক কর্নার ও মো. রাব্বি মা টেলিকমের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে চুরির অপবাদ দিয়ে কয়েক যুবক তিন নারীকে প্লাস্টিকের পাইপ ও লোহার রড দিয়ে মারধর করেন। এক পর্যায়ে সুমন দাস ও তার সহযোগীরা ওই তিন নারীর বোরকা খুলে তাদের মাথার চুল কাটতে থাকেন।

এ সময় ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশু ভয়ে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও জড়িতদের বিচার দাবি করা হয়।

ওসি ছমিউদ্দিন বলেন, নারীর চুল কাটার অভিযোগে সোমবার একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ, আটক ১

আপডেট সময় ০৮:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চুরির অপবাদে প্রকাশ্যে তিন নারীর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে ‘চাঁদপুর এলুমিনিয়াম স্টোর’র সামনে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

রাতের এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে আখাউড়া থানার ফেইসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ওসি ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আটক সুমন দাস আখাউড়া সড়ক বাজারের মেসার্স এস এম ইলেকট্রিক কর্নার ও মো. রাব্বি মা টেলিকমের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে চুরির অপবাদ দিয়ে কয়েক যুবক তিন নারীকে প্লাস্টিকের পাইপ ও লোহার রড দিয়ে মারধর করেন। এক পর্যায়ে সুমন দাস ও তার সহযোগীরা ওই তিন নারীর বোরকা খুলে তাদের মাথার চুল কাটতে থাকেন।

এ সময় ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশু ভয়ে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও জড়িতদের বিচার দাবি করা হয়।

ওসি ছমিউদ্দিন বলেন, নারীর চুল কাটার অভিযোগে সোমবার একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।