ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করা

ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

ফান্ড কমানোর হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবিগুলো “গ্রহণযোগ্য নয়” বলে গতকাল সোমবার এক বিবৃতি জারি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সোমবার বিশ্ববিদ্যালয়টির এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না বা তার সাংবিধানিক অধিকার ছেড়ে দেবে না। হার্ভার্ড বা অন্য কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেকে ফেডারেল সরকার দ্বারা দখল হতে দিতে পারে না।’

হার্ভার্ড সম্প্রদায়ের কাছে পাঠানো একটি ইমেলে, প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বলেছেন, বিশ্ববিদ্যালয়টি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে “দাবিগুলোর একটি আপডেট এবং বর্ধিত তালিকা” পেয়েছে, যেখানে ফেডারেল সরকারের সাথে আর্থিক সম্পর্ক বজায় রাখতে চাইলে তাদের মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

প্রশাসনের দাবিগুলোর লক্ষ্য ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করা, যার মধ্যে “যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুভাবাপন্ন” এমন কোনো আন্তর্জাতিক ছাত্রকে গ্রহণ করা সীমাবদ্ধ করাও অন্তর্ভুক্ত। প্রশাসন স্কুলের “যে প্রোগ্রামগুলো ইহুদি বিদ্বেষী হয়রানিকে সবচেয়ে বেশি উস্কে দেয় বা মতাদর্শগত দখলকে প্রতিফলিত করে” সেগুলোর নিরীক্ষণ করারও লক্ষ্য রাখে।

গারবার এই দাবিগুলোকে “নজিরবিহীন” বলে অভিহিত করেছেন, যোগ করেছেন যে এটি ফেডারেল সরকারের “হার্ভার্ড সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা”। বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে তারা শর্তগুলো মেনে নেবে না।

গারবার বলেন, ‘এটি স্পষ্ট করে যে সহযোগী এবং গঠনমূলক উপায়ে ইহুদি বিদ্বেষ মোকাবিলায় আমাদের সাথে কাজ করা উদ্দেশ্য নয়। যদিও সরকারের বর্ণিত কিছু দাবি ইহুদি বিদ্বেষ মোকাবিলার লক্ষ্যে, তবে বেশিরভাগই হার্ভার্ডের ‘বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি’র উপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণকে উপস্থাপন করে।’

প্রশাসনের এই দাবির পিছনে মূল উদ্দেশ্য হলো, হার্ভার্ড এর ছাত্রছাত্রীদের মধ্যে ইহুদি বিদ্বেষী মনোভাব আছে কিনা তা নিরীক্ষণ করা। এর ফলে, ফেডারেল ফান্ডিং এর উপর প্রভাব পড়বে। তবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের স্বাধীনতা এবং সংবিধানিক অধিকার বজায় রাখতে এই দাবিগুলি প্রত্যাখ্যান করেছে।

 

জনপ্রিয় সংবাদ

‘কে জানত, সেই বিজয় হবে রক্তে লেখা এক ইতিহাসের নাম’

ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করা

ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ১২:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ফান্ড কমানোর হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবিগুলো “গ্রহণযোগ্য নয়” বলে গতকাল সোমবার এক বিবৃতি জারি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সোমবার বিশ্ববিদ্যালয়টির এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না বা তার সাংবিধানিক অধিকার ছেড়ে দেবে না। হার্ভার্ড বা অন্য কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেকে ফেডারেল সরকার দ্বারা দখল হতে দিতে পারে না।’

হার্ভার্ড সম্প্রদায়ের কাছে পাঠানো একটি ইমেলে, প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বলেছেন, বিশ্ববিদ্যালয়টি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে “দাবিগুলোর একটি আপডেট এবং বর্ধিত তালিকা” পেয়েছে, যেখানে ফেডারেল সরকারের সাথে আর্থিক সম্পর্ক বজায় রাখতে চাইলে তাদের মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

প্রশাসনের দাবিগুলোর লক্ষ্য ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করা, যার মধ্যে “যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুভাবাপন্ন” এমন কোনো আন্তর্জাতিক ছাত্রকে গ্রহণ করা সীমাবদ্ধ করাও অন্তর্ভুক্ত। প্রশাসন স্কুলের “যে প্রোগ্রামগুলো ইহুদি বিদ্বেষী হয়রানিকে সবচেয়ে বেশি উস্কে দেয় বা মতাদর্শগত দখলকে প্রতিফলিত করে” সেগুলোর নিরীক্ষণ করারও লক্ষ্য রাখে।

গারবার এই দাবিগুলোকে “নজিরবিহীন” বলে অভিহিত করেছেন, যোগ করেছেন যে এটি ফেডারেল সরকারের “হার্ভার্ড সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা”। বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে তারা শর্তগুলো মেনে নেবে না।

গারবার বলেন, ‘এটি স্পষ্ট করে যে সহযোগী এবং গঠনমূলক উপায়ে ইহুদি বিদ্বেষ মোকাবিলায় আমাদের সাথে কাজ করা উদ্দেশ্য নয়। যদিও সরকারের বর্ণিত কিছু দাবি ইহুদি বিদ্বেষ মোকাবিলার লক্ষ্যে, তবে বেশিরভাগই হার্ভার্ডের ‘বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি’র উপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণকে উপস্থাপন করে।’

প্রশাসনের এই দাবির পিছনে মূল উদ্দেশ্য হলো, হার্ভার্ড এর ছাত্রছাত্রীদের মধ্যে ইহুদি বিদ্বেষী মনোভাব আছে কিনা তা নিরীক্ষণ করা। এর ফলে, ফেডারেল ফান্ডিং এর উপর প্রভাব পড়বে। তবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের স্বাধীনতা এবং সংবিধানিক অধিকার বজায় রাখতে এই দাবিগুলি প্রত্যাখ্যান করেছে।