জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম-এর যৌথ আয়োজনে বাংলা নববর্ষের কবিতা-আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর সিআরবি সিরীষ তলায় বিকেলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম আকাশের সভাপতিত্বে কবিতা আড্ডায় অংশ নেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের চট্টগ্রাম সাধারণ সম্পাদক সাংবা্দিক ও গীতিকার নজরুল ইসলাম, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কবি সুলতান আহমেদ কমল, কবিতা মঞ্চের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী কবি সঞ্চয় কুমার দাশ, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সংগঠক বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, টিভি ও বেতার শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, কবি ও সাহিত্যিক মোহাম্মদ আলমগীর, বেতার ও টিভি শিল্পী রনজন মালাকার, সংগীত শিল্পী শ্রাবত্নী শুক্লা, সংগীত শিল্পী আনিসুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালী জাতির শিকড় সন্ধানের দিন। যেদিন বাঙ্গালী জাতি এবং বাংলার অসিত্ব খুঁজে বেড় করার দিন হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা ভাষাভাষি মানুষদের ঐক্য বদ্ধ হয়ে বাঙালি চেতনায় বিবেককে জাগ্রত করার পাশাপাশি বিদেশী অপসংস্কৃতি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে কবিরা বাংলা নববর্ষ উপলক্ষে মুক্ত মঞ্চ খোলা আকাশের নিচে স্বরিচত কবিতা পাঠ করেন। শিল্পীরা গানে গানে নববর্ষকে বরণ করেন। গান এবং কবিতায় জমে উঠে আড্ডা। আলোচনা সভা শেষে সিআরবি সিরীষ তলায় ঘুরে সংগঠনের সদস্যরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।