ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ছাত্র-শিক্ষক কারাগারে Logo বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ Logo গোদাগাড়ীতে ৬ কেজি হেরোইনসহ ১৩ লাখ টাকা উদ্ধার: আটক ১ Logo নির্বাহী অফিসার উদ্ভোদন করলেন হাজতীদের জন্য বুক কর্ণার Logo নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা Logo নাটোরের সিংড়ায় ব্যানার-ফেস্টুন অপসারণ Logo লালমনিরহাটে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  Logo ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে তরিকুলের মৃত্যুদণ্ড Logo সরকার ভবদহের জলাবদ্ধতা নিয়ে স্থায়ী সমাধানের জন্য কাজ করছে: রিজওয়ানা Logo ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলা সম্ভব: প্রধান উপদেষ্টা

নরসিংদীতে জুলাই গণহত্যায় জড়িত সহকারী কমিশনার ও পুলিশ সুপার গ্রেপ্তার

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

গত সোমবার (১৪ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জুলাই আন্দোলনের পর অনির্বাণ চৌধুরী নরসিংদী থেকে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে দেশজুড়ে আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে নরসিংদীতে। এ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায় আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৎকালীন সময় নরসিংদীতে জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন ড. বদিউল আলম ও পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান। তাদের নির্দেশনায় আন্দোলন চলাকালীন দায়িত্বে ছিলেন অনির্বান চৌধুরী ও সাইফুল ইসলাম। তখন তারা নিরাপত্তার দায়িত্বে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেয়। নরসিংদীতে গুলিতে নিহত ২২ জনের নাম গেজেট অনুযায়ী তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া আহতদের গেজেটে নাম রয়েছে ৩০০ জনের।

নরসিংদীতে ১৮ ও ১৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ১৮ জুলাই রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণি পড়ুয়া তাহমিদ ভূঁইয়া তামিম (১৫)। এরপর জেলা হাসপাতাল থেকে তার লাশ স্ট্রেচারে করে ডিসি রোডে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় পুলিশ আবার গুলি চালায়। এতে বহু মানুষ গুলিবিদ্ধ হয়।

এ ছাড়া ২০ জুলাই জেলা কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে বিজিবির সদস্যরা গুলি চালায় নরসিংদী সদর উপজেলার মাধবদীসহ এ উপজেলার বিভিন্ন স্থানে। জুলাই আন্দোলনে শুধু নরসিংদী জেলাতেই শহিদ হয়েছেন ২২ জন।

জনপ্রিয় সংবাদ

দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ছাত্র-শিক্ষক কারাগারে

নরসিংদীতে জুলাই গণহত্যায় জড়িত সহকারী কমিশনার ও পুলিশ সুপার গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

গত সোমবার (১৪ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জুলাই আন্দোলনের পর অনির্বাণ চৌধুরী নরসিংদী থেকে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে দেশজুড়ে আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে নরসিংদীতে। এ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায় আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৎকালীন সময় নরসিংদীতে জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন ড. বদিউল আলম ও পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান। তাদের নির্দেশনায় আন্দোলন চলাকালীন দায়িত্বে ছিলেন অনির্বান চৌধুরী ও সাইফুল ইসলাম। তখন তারা নিরাপত্তার দায়িত্বে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেয়। নরসিংদীতে গুলিতে নিহত ২২ জনের নাম গেজেট অনুযায়ী তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া আহতদের গেজেটে নাম রয়েছে ৩০০ জনের।

নরসিংদীতে ১৮ ও ১৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ১৮ জুলাই রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণি পড়ুয়া তাহমিদ ভূঁইয়া তামিম (১৫)। এরপর জেলা হাসপাতাল থেকে তার লাশ স্ট্রেচারে করে ডিসি রোডে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় পুলিশ আবার গুলি চালায়। এতে বহু মানুষ গুলিবিদ্ধ হয়।

এ ছাড়া ২০ জুলাই জেলা কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে বিজিবির সদস্যরা গুলি চালায় নরসিংদী সদর উপজেলার মাধবদীসহ এ উপজেলার বিভিন্ন স্থানে। জুলাই আন্দোলনে শুধু নরসিংদী জেলাতেই শহিদ হয়েছেন ২২ জন।