জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, “ভাটারা থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুতর আহত করা বা হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়েছে।”
গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে, তাকে আজ আদালতে হাজির করা হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাননি এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত জুলাই মাসে সংঘটিত গণ-আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়াসহ আরও ১৬ জন তারকাকে অভিযুক্ত করা হয়েছে। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি ও সাইমন সাদিকসহ আরও অনেকে।
এএস/