সাতক্ষীরার পাটকেলঘাটায় আজদিকা ফাউন্ডেশন ও মাসিক ভালো কাজ গ্রুপের স্বাবলম্বী প্রজেক্ট এর পক্ষ থেকে প্রায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবারের মাঝে রবিবার সকালে বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আয়ূব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও আইন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো: হাসান আলী, পাটকেলঘাটা হারুন আর ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ সুজায়েত গাজী, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা জেলার গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন- হাসানুর রহমান হাসান, আজদিকা ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহ আলম, আজদিকা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি সুজন, সদস্য দিপু, আইন ইন্টারন্যাশনাল এর এডমিন রফিকুজ্জামান পলাশ, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর মোফাজ্জেল বিশ্বাস প্রমুখ।
মালেশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: হাসান আলী বলেন, মসজিদ মাদ্রাসা ও এতিমখানার খেদমত সহ পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবার ছাগল উপহার দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। প্রতিবছর এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারি তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এএস/