মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা শুরু করেছে।
মঙ্গলবার (২০ মে) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। যদিও বাংলাদেশে এখনো স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন তৈরি হয়নি।
কিন্তু সেবাটি কারা, কীভাবে, কত টাকা খরচ করে নেওয়া যাবে, কী কী সুবিধা পাওয়া যাবে এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় রয়েছে মানুষ।
যেভাবে সংযোগ নেওয়া যাবে
নেট সংযোগ পেতে গ্রাহকদের প্রথমে সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com এ গিয়ে অর্ডার করতে হবে। সেখানে গ্রাহকের নাম ঠিকানা উল্লেখ করতে হবে। সে অনুযায়ী দেখা হবে ঠিকানা মোতাবেক স্টারলিংক নেট পৌঁছাবে কি না। যদি পৌঁছানো সম্ভব হয় তবে একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার কাজটি সম্পন্ন করতে হবে।
এতে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল।
খুব সহজে এটা সেটআপ করা যায়। সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।
ব্যবহারের জন্য প্যাকেজ
স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ব্যবহারের জন্য তারা দুটি প্যাকেজ দিচ্ছে।
প্রথমটি স্টারলিংক ‘রেসিডেনশিয়াল’। দ্বিতীয়টি ‘রেসিডেনশিয়াল লাইট’।
‘রেসিডেনশিয়াল’ প্যাকেজ এর জন্য গ্রাহককে প্রতি মাসে খরচ করতে হবে ছয় হাজার টাকা। ‘রেসিডেনশিয়াল লাইটের’ খরচ হবে চার হাজার ২০০ টাকা।
এ ছাড়া যেকোনো ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে ‘রোম’ প্যাকেজ ব্যবহার করা যাবে। এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম ছয় হাজার টাকা।
‘রোম’র ছয় হাজার টাকার প্যাকেজে ৫০ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে ১২ হাজার টাকার ‘রোম আনলিমিটেড’ প্যাকেজটি।
ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও রয়েছে স্টারলিংকের বিভিন্ন প্যাকেজ। এর জন্য হার্ডওয়্যার কিট কিনতে হবে এককালীন ৪৭ হাজার টাকায়।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা ‘সন্তোষজনক’ মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
ইনস্টলেশন ও ব্যবহার
স্টারলিংক কিট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সহজেই ব্যবহারকারীরা সেটআপ করে নিতে পারেন। এর জন্য শুধু নিশ্চিত করতে হবে, স্যাটেলাইট ডিশটি যেন খোলা আকাশের নিচে থাকে।