ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাচঁ জেলায় সীমান্ত থেকে ৮৪ জন পুশ ইন

  • কান্টি ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

দেশে পাচঁ জেলার সীমান্ত এলাকা থেকে ৮৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড় সীমান্তে নারী, শিশুসহ ২১ জন , কুমিল্লা সীমান্তে ১৩ জন, ফেনী সীমান্তে ২৪ জন, লালমনিরহাট সীমান্তে ২০জন,  রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনকরা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী, শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে ছয়জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু। তারা সবাই বাংলাদেশি নাগরিক। অবৈধ পথে গিয়ে দীর্ঘদিন ভারতে কাজ করে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাটের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। ২১ মে রাতে তাদের ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করে। এর আগে গত ১৬ মে গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় নাউতারী, প্রধান পাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশ ইন করে ভারতীয় বিএসএফ।।

শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কুমিল্লা ১০-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোলাবাড়ি সীমান্ত দিয়ে পুশইনের সময় বিজিবির ৬০ নম্বর টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ২৫০ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। অধিকাংশ ক্ষেত্রেই এসব মানুষ আর্থসামাজিক কারণে ভারতে গিয়েছিল, কিন্তু পরে তাদের এভাবে ফেরত পাঠানো হয়। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে মানবিক ও কৌশলগত সমন্বয় না হলে এমন ঘটনা আরও বাড়বে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সীমান্তে হত্যা, গুলি, গুম এবং পুশইনের মতো ঘটনা বন্ধে বাংলাদেশ সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা জরুরি।

ফেনী প্রতিনিধি: ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। পরে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। ২৪ জনের মধ্যে পুরুষ ৬, মহিলা ৫ ও ১৩ শিশু রয়েছে। আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় দেওয়া হয়েছে।

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে  আজ বুধবার রাত ১২টার দিকে ২০জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ১১জন নারী, ৭জন শিশুসহ ২জন পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ২০জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। সীমান্ত পেরিয়ে আসা ২০ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছে, ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে রামগড় উপজেলার ফেনীরকুল চর এলাকার সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)। রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, বিজিবি সীমান্ত দিয়ে প্রবেশ করা পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। উল্লেখ্য, এর আগেও গত ৭ মে খাগড়াছড়ি মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।

 

এএস/

 

পাচঁ জেলায় সীমান্ত থেকে ৮৪ জন পুশ ইন

আপডেট সময় ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

দেশে পাচঁ জেলার সীমান্ত এলাকা থেকে ৮৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড় সীমান্তে নারী, শিশুসহ ২১ জন , কুমিল্লা সীমান্তে ১৩ জন, ফেনী সীমান্তে ২৪ জন, লালমনিরহাট সীমান্তে ২০জন,  রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনকরা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী, শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে ছয়জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু। তারা সবাই বাংলাদেশি নাগরিক। অবৈধ পথে গিয়ে দীর্ঘদিন ভারতে কাজ করে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাটের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। ২১ মে রাতে তাদের ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করে। এর আগে গত ১৬ মে গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় নাউতারী, প্রধান পাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশ ইন করে ভারতীয় বিএসএফ।।

শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কুমিল্লা ১০-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোলাবাড়ি সীমান্ত দিয়ে পুশইনের সময় বিজিবির ৬০ নম্বর টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ২৫০ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। অধিকাংশ ক্ষেত্রেই এসব মানুষ আর্থসামাজিক কারণে ভারতে গিয়েছিল, কিন্তু পরে তাদের এভাবে ফেরত পাঠানো হয়। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে মানবিক ও কৌশলগত সমন্বয় না হলে এমন ঘটনা আরও বাড়বে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সীমান্তে হত্যা, গুলি, গুম এবং পুশইনের মতো ঘটনা বন্ধে বাংলাদেশ সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা জরুরি।

ফেনী প্রতিনিধি: ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। পরে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। ২৪ জনের মধ্যে পুরুষ ৬, মহিলা ৫ ও ১৩ শিশু রয়েছে। আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় দেওয়া হয়েছে।

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে  আজ বুধবার রাত ১২টার দিকে ২০জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ১১জন নারী, ৭জন শিশুসহ ২জন পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ২০জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। সীমান্ত পেরিয়ে আসা ২০ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছে, ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে রামগড় উপজেলার ফেনীরকুল চর এলাকার সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)। রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, বিজিবি সীমান্ত দিয়ে প্রবেশ করা পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। উল্লেখ্য, এর আগেও গত ৭ মে খাগড়াছড়ি মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।

 

এএস/