নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে প্রাচীর ধসে বিথি খাতুন (১২) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু উপজেলার একই এলাকার কৃষক আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের (ব্র্যাক) ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টিতে শিশু বিথি বাড়ির পাশে একটি ট্যাপ কলের কাছে হাত-পা ধুতে যায়। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে দুর্বল প্রাচীর বিকট শব্দে তার ওপর ধসে পড়ে।
এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এএস/