পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজিব জোমাদ্দার ও সাধারণ সম্পাদক জাফর সরদারের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে ইমরান হোসেন তালুকদার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন অলিউর রহমান (ইরান)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সার্জেন্ট (অব:) মাসুদ করিম, যুগ্ম আহ্বায়ক: মো. হানিফ খান ও মো. হারুন মাঝি।
সদস্য: মো. শামীম হাওলাদার, মো. শহিদুল মাতুব্বর, মো. জুয়েল হাওলাদার, মো. পনির হাওলাদার, মো. মাসুম তালুকদার ও মোহাম্মদ মহারাজ হাওলাদার।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আহ্বায়ক ইমরান হোসেন তালুকদার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নতুন কমিটির সদস্যদের নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলব।