ঈদ উল আযহা উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্প ব্যবসায়ীরা। আজ রবিববার (০১ জুন ) দুপুরে এমন দৃশ্য দেখা যায় সাভারের কাঠগড়া এলাকার কামারপট্টিতে।
এ ব্যাপারে জানতে চাইলে কামার শিল্প ব্যবসায়ী মোঃ রাজু মোল্লা বলেন, আগের তুলনায় এ বছর কাস্টমার কম-অর্ডারও কম। তার একটি বিশেষ কারণ আমাদের কাঠগড়া এলাকায় দুইটি হাট বসতো, এ বছর সে হাট গুলো বন্ধ! যার কারণে কাষ্টমার কম। তারপরও আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ।
এ ব্যাপারে ক্রেতা এম মোল্লা বলেন, প্রতিবারের ন্যায় এবারও কোরবানি দেওয়ার নিয়ত করেছি ইনশাল্লাহ। তাই কোরবানির গরু কাটাকাটির জন্য ছুরি , চাপাতি, বোটি ধার দিতে এনেছি।
কাজের মজুরি ও দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজের মজুরি ও দাম প্রায় আগের মতই আছে, এতে আমরা সন্তুষ্ট। তবে এ বছর আমাদের এলাকায় গরু ছাগলের হাট না থাকায় একটু চিন্তায় আছি।
এ বছর কাঠগড়া এলাকায় কোরবানির পশুর হাট না থাকায় ক্রেতাগণ হতাশ! এ ব্যাপারে জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এএস/