ঘরের কাজ শেষ হয় কবে,
ছুটির দিনও ঘোরে রবে।
ঈদে সবার সাথেই হাসি,
তার খুশি কি কেউ বুঝি?
রান্না, ধোয়া, যতো কাজ,
আনন্দ তার রয়ে বাজ।
নতুন শাড়ি পেলো না বউ,
হাসলো তবু, রাখলো ঢেউ।
বাচ্চার মুখে আনন্দ ঢালে,
নিজের ব্যথা বুকেই পালে।
ঈদ গেলো, ফিরলো সংসার,
শ্রম যে তার চির-উপহার।