মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার প্রধান আসামী আল আমিনকে (৪৭) গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ।
সোমবার (৯ জুন)বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল এলাকার জান্নাত বিরিয়ানি হাউজ-২ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিংগাইর থানা পুলিশ নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার পূর্ব রায়দক্ষিণ গ্রামের মৃত কালু পরামাণিকের ছেলে।
পুলিশ জানায়,গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিন এলাকার আজগর আলী (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আল আমিন ও তার সহযোগীরা।
এ ঘটনায় নিহতের ছেলে আইয়ূব খান বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের ৪ জনকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরো জানান, জেলা পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় থানার ওসি জেওএম তৌফিক আজমের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ উপপরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আল আমিনের লোকেশন ট্যাগ করে সোমবার দুপুরে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃত আসামি আল আমিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সেই সঙ্গে বাকি আসামিদেরও গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য,আজগরের ৩য় শ্রেনীতে পড়ুয়া নাতনীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন।
এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারায় মামলা দায়ের করেন । পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। মামলার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আল আমিনের নেতৃত্বে ১০-১২ জন প্রকাশ্যে ফিল্ম স্টাইলে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্ব পাড়া (সিনহা মেডিকেলের পশ্চিম পাশে) কবরস্থান সংলগ্ন কুপিয়ে আজগরকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, সেখানে তার মৃত্যু হয়।
ইউ