আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়া এলাকা থেকে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে রিফাত মন্ডল নামের ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০জুন) সকালে নিখোঁজের বাবা গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য তুলে ধরেন। এর আগে ৪ই জুন সকালে বাসা থেকে তার বন্ধু রিফাত তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে রিফাত মন্ডল আর ফিরে আসেনি।
নিখোঁজ শিশু রিফাত মন্ডল দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসিদপপুর গ্রামের মো: উজ্জ্বল হোসেনের একমাত্র ছেলে। রিফাত সাভার উপজেলার(ঢাকা) আশুলিয়ায় গাজিরচট মধ্যপাড়া এলাকায় দাদি হাসিনা বেগমের সাথে ভাড়া বাসায় থেকে ‘শিশুর পণ’ একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতো।
নিখোঁজের দাদি হাসিনা বেগম বলেন, আমার নাতি রিফাত মন্ডল তার বন্ধু রিফাতের সাথে ঘুরাঘুরি করতো। অন্যান্য দিনের মত ৪ই জুন সকালে তার বন্ধু জামগড়া এলাকায় তাদের বাসায় রিফাতকে ডেকে নিয়ে যায়। সেখানে এক রাত থাকার পরে ওই বন্ধুর মা এশিয়া বেগমের সহযোগিতায় তার বান্ধবী লিমার গ্রামের বাড়ি নরসিংদী পাঠিয়ে দেয়।
তিনি আরো বলেন, এশিয়া বেগমের কাছে তার বান্ধবী লিমার গ্রামের বাড়ির ঠিকানা জানেতে চাইলে সে ঠিকানা জানে না বলে জানায়। আমার নাতি কোথায় আছে সে জানে। এশিয়া বেগমকে আইনের আওতায় এনে প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে আমার নাতির সন্ধান পাওয়া যেতে পারে।
পরে আমি কোন উপায় না পেয়ে এবিষয়ে থানায় একটি জিডি করি এবং প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, থানায় একটি জিডি হয়েছে। যাকে সন্দেহ করা হয়েছিলো, তার অবস্থান সম্পর্কে নিখোঁজের পরিবারকে জানানো হয়েছে এবং তাদেরতো সেখানে যাওয়ার কথা ছিলো। এবং ওই থানায় গিয়ে আমাকে জানালে আমি সেই থানার ওসিকে বলে দিবো বলেও জানান তিনি।