“এসো একসাথে মোরা দেশ গড়ি, ঐক্য সংস্কার মুক্তি” এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ আমজনগণ পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি সিভিল কোর্ট লাইব্রেরিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই প্রধান আলোচক এবং প্রধান অতিথি বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সংগঠক মোঃ আবুল হাছানকে ফুল দিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য সাবিকুন নাহার লাবনী। এরপর অন্যান্য নেতাদেরকেও একে একে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট এ.এইচ.এম রফিকুল ইসলাম ভূঁইয়া কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল হাছান বলেন, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দূর্নীতিবাজ লোক এই দলের সদস্য, কর্মী বা নেতা হতে পারবে না।
তিনি বলেন, যারা দেশ, জাতি ও জনগণের জন্য নীরবে কাজ করবে একমাত্র তারাই এই দলে থাকবে। তবে নেতা কর্মীদের জন্য দল থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে একটা সম্মানী প্রদান করা হবে।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ আমান উল্লাহ,বাংলাদেশ আমজনগণ পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য এডভোকেট মোঃ মতিউর রহমান ও সাবিকুন নাহার লাবনী ও মোঃ শরিফুল ইসলাম ।
এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা আহবায়ক মোঃ আসাদুজ্জামান, সদস্য সচিব মোঃ আকরাম হোসাইন ও হোসেনপুর উপজেলা আহবায়ক,সদস্য সচিব কটিয়াদী উপজেলা আহবায়ক,সদস্য সচিব এবং ভৈরব উপজেলা আহবায়ক,সদস্য সচিব প্রমুখ। প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।