আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরবর্তীতে আর লেখাপড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। এরপর দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন।
এই বয়সেও পড়াশোনা কেন এমন প্রশ্নের জবাবে আব্দুল হান্নান বলেন, আমার এসএসসি পাস করার প্রবল ইচ্ছা দিনে দিনে প্রবল হতে থাকে। এজন্য ২০২১ সালে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হই।
এসএসসি পরীক্ষার সময় তিনি বাবার কাছ থেকে পাওয়া চায়ের দোকান চালাতেন। চা বিক্রি করে লেখাপড়া কঠিন হয় তাই চায়ের দোকান ভাড়া দিয়ে তিনি এখন নিজের জমিজমা দেখাশোনা ও কৃষি কাজ করছেন এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
আব্দুল হান্নানের প্রবল ইচ্ছে তারা বাবা মেয়ে একসাথে মাস্টার্স পাশ করবেন।
আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত. লাল মিয়ার ছোট ছেলে। সংসার জীবনে তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলে রয়েছে।