ময়মনসিংহে সাবেক স্ত্রী রওশন আরাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী প্রবাসী মো: রাকিব করিম আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ী এলাকায় বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মসিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ৫২ মিনিটে এক ব্যক্তি রিকশা থেকে নেমে হাতে থাকা চাবি দিয়ে বাসার গেট খোলেন। এরপর রিকশা থেকে একটি লাগেজ নিয়ে বাসায় প্রবেশ করেন। পরে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড।
পুলিশ জানায়, নিহত রওশন আক্তার বাসাটিতে মেয়ে নিয়ে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। তার সাবেক স্বামী রাকিবুল করিম ওমান প্রবাসী ছিলেন। তিন মাস আগে পারিবারিক কলহের কারণে তিনি রাকিবুলকে তালাক দেন। গত ২৪ জুন রাকিবুল দেশে ফেরেন। এরপর থেকে স্ত্রী রওশন আক্তারের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।
আজ মঙ্গলবার ভোরে ওই বাসায় ঢুকে রাকিবুল ছুরিকাঘাতে রওশন আক্তারকে হত্যা করেন। এ সময় মাকে আক্রান্ত হতে দেখে ছোট মেয়ে আতঙ্কিত হয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। হত্যার পর রাকিবুল বাসার আরেক কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ আরও জানায়, আত্মহত্যার আগে রাকিবুল তার জমিজমার দলিলপত্র ছোট মেয়ের কাছে বুঝিয়ে দেন। নিহত রওশন আক্তার ও রাকিবুল করিম দম্পতির বড় মেয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছোট মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভোরে বাসায় ঢুকে রাকিবুল প্রথমে তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর মেয়েকে জমির কাগজ বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। বিবাহবিচ্ছেদের বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএস/