ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী সহিংসতা মামলায় ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার মো. মজিবুর রহমান (৫০) ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি উপজেলার চরকুমিরা গ্রামের মৃত আ. ছাত্তার পাটোয়ারীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানকে আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মজিবুর রহমানকে ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আরেকটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এএস/

 

নির্বাচনী সহিংসতা মামলায় ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার মো. মজিবুর রহমান (৫০) ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি উপজেলার চরকুমিরা গ্রামের মৃত আ. ছাত্তার পাটোয়ারীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানকে আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মজিবুর রহমানকে ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আরেকটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এএস/