ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাটক্ষেতে এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মচারীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা।

নিহত আব্দুল জলিল শিকদার একই এলাকার বাসিন্দা। তিনি এলজিইডি অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, জলিল শিকদার শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন। পরে ভোরে স্থানীয়রা একই এলাকার সিরাজ তালুকদারের পাটক্ষেতের ভেতরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি কার্যক্রম চলছে বলেও জানান ওসি সোহেল রানা।

এএস/

পাটক্ষেতে এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা।

নিহত আব্দুল জলিল শিকদার একই এলাকার বাসিন্দা। তিনি এলজিইডি অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, জলিল শিকদার শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন। পরে ভোরে স্থানীয়রা একই এলাকার সিরাজ তালুকদারের পাটক্ষেতের ভেতরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি কার্যক্রম চলছে বলেও জানান ওসি সোহেল রানা।

এএস/