ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে অবৈধ বালু পরিবহন: ৯ ট্রাক জব্দ, চালকসহ ৯ জনের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিলুপ্ত ঘোষণা করা ভোগাই নদীর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ট্রাক চালকসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বোঝাই ৯টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তিনি বলেন, বালু মহাল বিলুপ্ত ঘোষণা করার পরও বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে ট্রাক চালকসহ ৯ ব্যক্তিকে কারাদণ্ড এবং বালু বোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়েছে।

এর মধ্যে ১৫ দিনের সাজাপ্রাপ্তরা হলেন- শেরপুরের নালিতাবাড়ীর কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), একই গ্রামের প্রয়াত জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ময়মনসিংহের চুরখাই এলাকার আজিজুল শেখের ছেলে গাজী শেখ (২৮), হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫) এবং ময়মনসিংহের ত্রিশালের প্রয়াত আজিজুল হকের ছেলে রুকন (২৭)।

সাত দিনের সাজাপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩), কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার মঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) এবং ময়মনসিংহের ত্রিশালের মধ্যকটিচর গ্রামের আব্দুল কাদির জিলানির ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২)।

অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

 

এএস/

শেরপুরে অবৈধ বালু পরিবহন: ৯ ট্রাক জব্দ, চালকসহ ৯ জনের কারাদণ্ড

আপডেট সময় ০২:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিলুপ্ত ঘোষণা করা ভোগাই নদীর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ট্রাক চালকসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বোঝাই ৯টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তিনি বলেন, বালু মহাল বিলুপ্ত ঘোষণা করার পরও বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে ট্রাক চালকসহ ৯ ব্যক্তিকে কারাদণ্ড এবং বালু বোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়েছে।

এর মধ্যে ১৫ দিনের সাজাপ্রাপ্তরা হলেন- শেরপুরের নালিতাবাড়ীর কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), একই গ্রামের প্রয়াত জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ময়মনসিংহের চুরখাই এলাকার আজিজুল শেখের ছেলে গাজী শেখ (২৮), হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫) এবং ময়মনসিংহের ত্রিশালের প্রয়াত আজিজুল হকের ছেলে রুকন (২৭)।

সাত দিনের সাজাপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩), কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার মঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) এবং ময়মনসিংহের ত্রিশালের মধ্যকটিচর গ্রামের আব্দুল কাদির জিলানির ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২)।

অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

 

এএস/