শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে মাঠে নামবে মিরাজ বাহিনী।
শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ওয়ানডেতে বোলিংয়ে সাফল্য পেয়েছিল পেস ইউনিট। ১০ উইকেটের মধ্যে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। মোস্তাফিজ উইকেট না পেলেও ৪ রানরেটে বোলিং করেছেন।
ফলে দ্বিতীয় ওয়ানডেতে পেস ইউনিটে পরিবর্তন আশার সম্ভাবনা নেই। তবে স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। কারণ, প্রেমাদাসায় প্রভাব রাখতে পারেনি মিরাজ-তানভীররা। যার ফলে শান্তকে দিয়েও চার ওভারে বোলিং করানো হয়েছে।
এর মধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। এতে একাদশে জায়গা হারাতে পারেন তানভীর ইসলাম।
ওপেনিং নিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি পারভেজ ইমন। ১৬ বলে ১৩ রান করেন তিনি। তবে তাকে আরও একটি সুযোগ হয়তো দিবেন অধিনায়ক মিরাজ। ফলে ব্যাটিংয়ে ইউনিটে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ, লিটন-শান্তদের উপরে ভরসা রাখবে টাইগার ম্যানেজমেন্ট।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ইউ