ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
মুক্তিতে বাধা নেই

জামিন পেলেন ইমরান খান

আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তার ‘অবৈধ ও বেআইনি’—সুপ্রিম কোর্টের এমন ঘোষণার এক দিনের মাথায় জামিন পেলেন তিনি।

আজ শুক্রবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ফলে এ মামলায় তার মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছে দ্য ডন।

এর আগে গতকাল বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তার ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণা করে তাকে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তাকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে এনএবি।

মুক্তিতে বাধা নেই

জামিন পেলেন ইমরান খান

আপডেট সময় ০৫:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তার ‘অবৈধ ও বেআইনি’—সুপ্রিম কোর্টের এমন ঘোষণার এক দিনের মাথায় জামিন পেলেন তিনি।

আজ শুক্রবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ফলে এ মামলায় তার মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছে দ্য ডন।

এর আগে গতকাল বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তার ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণা করে তাকে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তাকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে এনএবি।