ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঘাসের অভাবে গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

ঘাস না পেয়ে গ্রিনহাউসের ভেতর গাঁজাখেতে ঢুকে পড়ে ভেড়ার পাল/সংগৃহীত

চলতি গ্রীষ্মে গ্রিসে প্রচণ্ড দাবদাহ, দাবানল ও প্রবল বন্যা আঘাত হেনেছে। এতে অনেক এলাকায় কৃষিজমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকা গবাদিপশু যে ঘাস খাবে, তারও খুব বেশি অবশিষ্ট নেই।এ অবস্থায় ঘাসের সন্ধানে খেত চষে বেড়াচ্ছে গবাদিপশু।

একটি ভেড়ার পাল তাজা ঘাস খুঁজতে খুঁজতে গিয়ে পড়ে গাঁজাখেতে। আর না বুঝেই তারা খেত থেকে গাজার বিরাট অংশ খেয়ে ফেলে।ভেড়ার দল ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে। এরপর শুরু হয় তাদের অদ্ভুত আচরণ। সেই গাঁজাগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গাঁজাখেতের মালিক এ ঘটনায় কেমন রিয়্যাক্ট করা দরকার তা বুঝতে পারছেন না। তিনি বলেছেন, হাসব নাকি কাঁদব- আমি বুঝতে পারছি না

মধ্য গ্রিসের থেসালির অলমিরোস শহরে ঘাসের খোঁজে বেড়িয়ে একটি ভেড়ার পাল গ্রিনহাউসে ঢুকে ২০০ পাউন্ড মূল্যের গাঁজা গাছ খেয়ে ফেলেছে। এরপর ভেড়ার পালটি “অদ্ভুত আচরণ” করতে শুরু করে। প্রচণ্ড দাবদাহ, দাবানল ও প্রবল বন্যার আঘাতের পর গ্রিসে দেখা দিয়েছে গবাদিপশুর ঘাস সংকট। এর মধ্যেই এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, সেই গাঁজার গাছগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল। গাঁজাখেতের মালিক বলেছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে তার খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর যতটুকু বেঁচে ছিল তা ভেড়ার দল শেষ করে দিয়েছে।

দ্য নিউজপেপার ডটজিআর ওয়েবসাইট জানায়, ভেড়ার দল ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে। গাঁজাখেতের মালিক এ ঘটনায় কেমন রিয়্যাক্ট করা দরকার তা বুঝতে পারছেন না। তিনি বলেছেন, হাসব নাকি কাঁদব- আমি বুঝতে পারছি না।একজন মেষপালক ভেড়ার পালের অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। কিন্তু বুঝতে পারছিলেন না, কেন ভেড়ার দল এমন আচরণ করছিল।

শহরের কর্মকর্তারা জানান, এ মাসের শুরুর দিকে থেসালির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন শহর ও গ্রাম তলিয়ে গেছে। মারা গেছে এক লাখের বেশি প্রাণী ও গবাদিপশু। বন্যাদুর্গত হাজারো বাসিন্দাকে লাইফবোট ও হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছিল। আর মাঠের ফসল ভেসে গেছে।

১৯৩০ সালের পর দেশটিতে এমন প্রবল ঘূর্ণিঝড়ের ঘটনা এটাই প্রথম। গ্রীষ্মের ভয়াবহ দাবানলের পর এই ঘূর্ণিঝড় আঘাত হানে।

ঘাসের অভাবে গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

আপডেট সময় ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চলতি গ্রীষ্মে গ্রিসে প্রচণ্ড দাবদাহ, দাবানল ও প্রবল বন্যা আঘাত হেনেছে। এতে অনেক এলাকায় কৃষিজমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকা গবাদিপশু যে ঘাস খাবে, তারও খুব বেশি অবশিষ্ট নেই।এ অবস্থায় ঘাসের সন্ধানে খেত চষে বেড়াচ্ছে গবাদিপশু।

একটি ভেড়ার পাল তাজা ঘাস খুঁজতে খুঁজতে গিয়ে পড়ে গাঁজাখেতে। আর না বুঝেই তারা খেত থেকে গাজার বিরাট অংশ খেয়ে ফেলে।ভেড়ার দল ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে। এরপর শুরু হয় তাদের অদ্ভুত আচরণ। সেই গাঁজাগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গাঁজাখেতের মালিক এ ঘটনায় কেমন রিয়্যাক্ট করা দরকার তা বুঝতে পারছেন না। তিনি বলেছেন, হাসব নাকি কাঁদব- আমি বুঝতে পারছি না

মধ্য গ্রিসের থেসালির অলমিরোস শহরে ঘাসের খোঁজে বেড়িয়ে একটি ভেড়ার পাল গ্রিনহাউসে ঢুকে ২০০ পাউন্ড মূল্যের গাঁজা গাছ খেয়ে ফেলেছে। এরপর ভেড়ার পালটি “অদ্ভুত আচরণ” করতে শুরু করে। প্রচণ্ড দাবদাহ, দাবানল ও প্রবল বন্যার আঘাতের পর গ্রিসে দেখা দিয়েছে গবাদিপশুর ঘাস সংকট। এর মধ্যেই এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, সেই গাঁজার গাছগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল। গাঁজাখেতের মালিক বলেছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে তার খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর যতটুকু বেঁচে ছিল তা ভেড়ার দল শেষ করে দিয়েছে।

দ্য নিউজপেপার ডটজিআর ওয়েবসাইট জানায়, ভেড়ার দল ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে। গাঁজাখেতের মালিক এ ঘটনায় কেমন রিয়্যাক্ট করা দরকার তা বুঝতে পারছেন না। তিনি বলেছেন, হাসব নাকি কাঁদব- আমি বুঝতে পারছি না।একজন মেষপালক ভেড়ার পালের অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। কিন্তু বুঝতে পারছিলেন না, কেন ভেড়ার দল এমন আচরণ করছিল।

শহরের কর্মকর্তারা জানান, এ মাসের শুরুর দিকে থেসালির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন শহর ও গ্রাম তলিয়ে গেছে। মারা গেছে এক লাখের বেশি প্রাণী ও গবাদিপশু। বন্যাদুর্গত হাজারো বাসিন্দাকে লাইফবোট ও হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছিল। আর মাঠের ফসল ভেসে গেছে।

১৯৩০ সালের পর দেশটিতে এমন প্রবল ঘূর্ণিঝড়ের ঘটনা এটাই প্রথম। গ্রীষ্মের ভয়াবহ দাবানলের পর এই ঘূর্ণিঝড় আঘাত হানে।