মৌলভীবাজারে ডেসটিনি ২০০০ লিঃ এর এম,ডি, জনাব রফিকুল আমীন ও চেয়ারম্যান মোঃ হোসাইন এর শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করে গতকাল শুক্রবার বশির আহমদ হাজারী সাহেবের বাড়িতে দৈনিক ডেসটিনির আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে বশির আহমদ হাজারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জ্বামান, দৈনিক ডেসটিনির শ্রীমঙ্গল প্রতিনিধি গ্রাম ডাক্তার রাধা কান্ত দাস,দৈনিক বুলেটিন এর জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী, সমাজ সেবক শ্যামল চক্রবর্তী পান্না পাল, দৈনিক ডেসটিনির মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক, মাহাধীন আহমেদ, মাহীন, আবীর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।