সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে কেন্দ্রটির ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে স্পার্ক করে অগ্নিস্ফুলিঙ্গ নিচে পড়তে থাকে। এ সময় স্ফুলিঙ্গ নিচে থাকা পরিতিক্ত এয়ার ফিল্টারে পড়ে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে। বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় পিডিবি ও পল্লী বিদ্যুতের ৫টি ফিডার বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় আছে ১ লাখ গ্রাহক। তবে ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান তারা।