সরকার পতনের একদফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি। ইতিমধ্যে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কর্মসূচির মধ্যে তিন বিভাগে রোডমার্চ ও রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা।
আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় বরিশাল শহরের বেলপার্কে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শুরু হয়। ভোলা, বরগুনা ও পটুয়াখালীর নেতাকর্মীরা বরিশালে এসে রোডমার্চের বহরে যোগ দেবেন।পথে ঝালকাটিতে দুটি পথসভা অনুষ্ঠিত হবে। পিরোজপুরের শিয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপি’র স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
এদিকে আগামী ২৬শে সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১লা অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩রা অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও ৫ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।