ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এস আলমের তেলের মিলে আগুন

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির ‍গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

এর আগে গত ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলমের সুগার রিফাইনারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে গুদামে থাকা চিনির অন্তত ২০ শতাংশ পুড়ে যায়।

চট্টগ্রামে এস আলমের তেলের মিলে আগুন

আপডেট সময় ১০:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির ‍গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

এর আগে গত ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলমের সুগার রিফাইনারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে গুদামে থাকা চিনির অন্তত ২০ শতাংশ পুড়ে যায়।